মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বন্ধু দিবসে ‘উড়াল’-এর চমক, এক টিকিটে সিনেমা দেখবেন দুই বন্ধু

‘উড়াল’ সিনেমাটির গল্প শুধু নিছক বন্ধুত্বের নয়। এর গভীরে রয়েছে বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতা-অবিচার এবং বিচারহীনতার বিরুদ্ধে একদল তরুণের সংগ্রামের কথা।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বন্ধু দিবসকে কেন্দ্র করে গত শুক্রবার (১ আগস্ট) ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা জোবায়দুর রহমানের সিনেমা ‘উড়াল’। একঝাঁক নতুন অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত এই সিনেমাটি বন্ধুত্বের পাশাপাশি তারুণ্যের সংগ্রাম, অবিচার এবং বিচারহীনতার গল্প বলে। বন্ধুত্বের এই উৎসবমুখর সময়ে দর্শকদের জন্য এক বিশেষ চমক নিয়ে এসেছে ‘উড়াল’ টিম।

আজ, রবিবার (৩ আগস্ট) বন্ধু দিবস উপলক্ষে সিনেমাটি দেখার জন্য থাকছে এক বিশেষ সুযোগ— একটি টিকিট কিনলে আরেকটি টিকিট পাওয়া যাবে একদম ফ্রি। অর্থাৎ, একটি টিকিটের মূল্যেই সিনেমাটি উপভোগ করতে পারবেন দুই বন্ধু। জানা গেছে, ঢাকার ব্লকবাস্টার সিনেমায় এই অফারটি আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে। 

‘উড়াল’ সিনেমাটির গল্প শুধু নিছক বন্ধুত্বের নয়। এর গভীরে রয়েছে বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতা-অবিচার এবং বিচারহীনতার বিরুদ্ধে একদল তরুণের সংগ্রামের কথা। ছবিতে অভিনয় করেছেন মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, মীর সরওয়ার আলীসহ একঝাঁক নতুন মুখ।

যাত্রাপার্টির ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন শরীফ সিরাজ এবং পরিবেশন করছে অভি কথাচিত্র। সংগীত পরিচালনা করেছেন খৈয়াম সানু সন্ধি।

নতুন প্রজন্মের নির্মাতার হাত ধরে, নতুন শিল্পীদের নিয়ে তৈরি এই সিনেমা এবং বন্ধু দিবসের এই আকর্ষণীয় অফার— সবকিছু মিলিয়ে ‘উড়াল’ তরুণ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0