বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাসায় মো. রাগিব নূর নোহান (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বিআম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
শনিবার (৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নোহান বরিশালের বানারীপাড়া উপজেলার কাউনখালী গ্রামের মেহেবুর রহমানের ছেলে। বর্তমানে মালিবাগের বাসায় ভাড়া থাকতো।
নিহতের মামা মো. সেলিম বলেন, আমার ভাগ্নে মালিবাগ চৌধুরীপাড়ার নয়াচর এলাকার একটি বাসার সাততলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত। সে বিআম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পারিবারিকভাবে যতটুকু জানতে পেরেছি, একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। আজ সকালে ওই মেয়ের ওপর অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে আমার ভাগ্নে। পরে বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0