স্পোর্টস ডেস্ক
ঢাকা: ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে চলতি বছরের এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এশিয়ান ক্রিকেটের আকাশে জমে থাকা কালো মেঘ ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে।
ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রচারকাজও শুরু হয়ে গেছে।
ক্রিকবাজের বরাতে জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ ২০২৫ আয়োজনের পরিকল্পনা করছে। এতে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।
ক্রিকবাজ আরও জানিয়েছে, যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আশা করছে, তারা জুলাইয়ের প্রথম সপ্তাহে ছয় দলের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারবে, তখনই তারা সভা আহ্বানের পরিকল্পনা করছে।
স্বাগতিক হিসেবে ভারতের নাম আগেই চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে বাধ্য হয়েছে এসিসি। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে এখন সম্ভাব্য আয়োজক দেশের তালিকায় শীর্ষে রাখা হয়েছে। তবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হয়নি।
লিডসে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট চলাকালে এশিয়া কাপ ২০২৫-এর একটি প্রোমো ভিডিও ভাইরাল হয়। সেখানে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্তকে দেখা যায়।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), এসিসি কিংবা আইসিসির পক্ষ থেকে কোনো প্রকাশ্য মন্তব্য আসেনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0