মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

কিংবদন্তির সঙ্গে দুই তরুণ, যেমন হলো ‘শ্রাবণের ধারার মতো’

বাংলাদেশের স্বাধীনতা পদক এবং ভারতের পদ্মশ্রী পাওয়া কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে আন্তর্জাতিকভাবে প্রশংসিত তরুণ শিল্পী স্বপ্নীল সজীবের এই যৌথ উদ্যোগকে প্রজন্মের মেলবন্ধন হিসেবেই দেখছেন সবাই।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় যিনি মূলত একক কণ্ঠেই রবীন্দ্রসংগীত শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন, সেই কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবার জুটি বাঁধলেন বর্তমান প্রজন্মের দুই তরুণ শিল্পীর সঙ্গে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবসকে (২২ শ্রাবণ) সামনে রেখে তিনি তরুণ কণ্ঠশিল্পী স্বপ্নীল সজীব এবং বাচিকশিল্পী সামিউল ইসলাম পোলাকের সঙ্গে নিয়ে এলেন রবীন্দ্রসংগীত ‘শ্রাবণের ধারার মতো’-এর এক নতুন সংস্করণ।

গত ৩ আগস্ট ‘স্বপ্নীল প্রোডাকশন’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই সংগীতচিত্রটি কোনো সাধারণ পরিবেশনা নয়। এখানে রবীন্দ্রনাথের মূল গানের সঙ্গে মিশে গেছে কবির ‘বিথিকা’ ও ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতার পঙ্ক্তিমালা, যা পাঠ করেছেন সামিউল ইসলাম পোলাক। গান, সুর এবং কবিতার এই ত্রিবেণী শ্রোতাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে।

এই কাজটি নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “গানটি গাওয়ার সময় মনে হয়েছিল যেন নিজের ভেতরে এক স্তব্ধ প্রার্থনা জেগে উঠছে। রবীন্দ্রনাথ যে কেবল সুরের কবি নন, তিনি হৃদয়ের স্তব্ধতারও কবি, এই সংগীতচিত্রে আমরা সেটাই প্রকাশ করতে চেয়েছি।”

প্রকল্পটির ভাবনা ও সৃজন নির্দেশনা দিয়েছেন তরুণ শিল্পী স্বপ্নীল সজীব। তিনি বলেন, “আমি চেয়েছিলাম শ্রোতারা কেবল না শুনে যেন গানটা অনুভবও করেন। বন্যাদি সঙ্গে থাকায় আমাদের এই নির্মাণযাত্রা হয়ে উঠেছে আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন।”

বাংলাদেশের স্বাধীনতা পদক এবং ভারতের পদ্মশ্রী পাওয়া কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে আন্তর্জাতিকভাবে প্রশংসিত তরুণ শিল্পী স্বপ্নীল সজীবের এই যৌথ উদ্যোগকে প্রজন্মের মেলবন্ধন হিসেবেই দেখছেন সবাই। স্বপ্নীল নিজেও সম্প্রতি ভারতের টেলি সিনে অ্যাওয়ার্ড এবং দুবাইয়ের গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডের মতো আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

সব মিলিয়ে, নীলাঞ্জন ঘোষের সংগীতায়োজনে তৈরি এই কাজটি রবীন্দ্রনাথের প্রতি এক গভীর এবং শৈল্পিক শ্রদ্ধাঞ্জলি, যা দুই প্রজন্মের শিল্পীদের হাত ধরে নতুন রূপে প্রকাশিত হলো।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0