Logo

একসঙ্গে গান গাইতে চান দুই কিংবদন্তি খুরশীদ আলম ও লীনু বিল্লাহ

“লীনু বিল্লাহ ও আমার মধ্যে সম্পর্কটা বন্ধুত্বের। বহু বছরের এ সম্পর্ক। আমাদের কোনো না কোনো অনুষ্ঠানে দেখা হয়... কথায় কথায় সেদিন আমাদের দুজনের একটি গান করারও ইচ্ছা হলো।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: তাঁরা দুজনই দেশের সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি। একজন খুরশীদ আলম, যাঁর দাপুটে কণ্ঠ কয়েক দশক ধরে মাতিয়েছে অডিও এবং চলচ্চিত্র জগত। অন্যজন লীনু বিল্লাহ, অডিও জগতে যাঁর ছিল এক সোনালি ক্যারিয়ার। এই দুই বরেণ্য শিল্পী একে অপরের দীর্ঘদিনের বন্ধু। সম্প্রতি এক আড্ডায় তাঁরা দুজনই প্রকাশ করেছেন তাঁদের মনের এক অপূর্ণ ইচ্ছার কথা— ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একসঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিতে চান তাঁরা।

কিংবদন্তি শিল্পী খুরশীদ আলম বলেন, “লীনু বিল্লাহ ও আমার মধ্যে সম্পর্কটা বন্ধুত্বের। বহু বছরের এ সম্পর্ক। আমাদের কোনো না কোনো অনুষ্ঠানে দেখা হয়... কথায় কথায় সেদিন আমাদের দুজনের একটি গান করারও ইচ্ছা হলো।”

তিনি আক্ষেপের সুরে যোগ করেন, “যদিও বা সিনেমার সেই দিন আর এখন নেই, কিন্তু তারপরও তো গান হচ্ছে। যেহেতু আমার ও লীনুর দুজনেরই ইচ্ছা একসঙ্গে গান করার, তাই কেউ যদি উদ্যোগ নিতেন তাহলে আমরা তা প্রবল আগ্রহ নিয়ে গাইতাম। জানি না এ স্বপ্ন বা ইচ্ছা পূরণ হবে কিনা। তবে স্বপ্ন দেখতে তো মানা নেই।”

একই ইচ্ছা প্রকাশ করে লীনু বিল্লাহ দেশের অডিও-ভিডিও প্রযোজনা সংস্থাগুলোর প্রতি এক খোলা আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের দেশে বহু স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান আছে, তাঁরা চাইলেই একটি উদ্যোগ নিতে পারেন। যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে আমি আর আমার বন্ধু খুরশীদ আলম অবশ্যই গান গাইব।”

তিনি আরও বলেন, “যদি এ স্বপ্ন পূরণ হয় তাহলে মনের ভেতর প্রবল শান্তি পেতাম। কারণ কিছু আশা, কিছু স্বপ্ন পূরণ হলে সত্যিই শিল্পীর ভীষণ ভালো লাগে।”

দুই কিংবদন্তির এই ইচ্ছা এখন দেশের সংগীত প্রযোজকদের কোর্টে। ভক্তরা আশা করছেন, কোনো প্রতিষ্ঠান নিশ্চয়ই এই দুই শিল্পীর স্বপ্নপূরণে এগিয়ে আসবে এবং বাংলা গান এক ঐতিহাসিক দ্বৈত কণ্ঠের সাক্ষী হবে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0