বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

টটেনহামের নতুন কোচ থমাস ফ্রাঙ্ক

টটেনহামকে ইউরোপা লিগ জিতিয়ে ১৭ বছরের ট্রফি খরা ঘুচানোর ১৬ দিন পর পোস্তেকোগলু বরখাস্ত হন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ব্রেন্টফোর্ডের সাবেক কোচ থমাস ফ্রাঙ্ককে নতুন কোচ করলো টটেনহাম হটস্পার। বৃহস্পতিবার স্পাররা এই ঘোষণা দিয়েছে।

আঙ্গে পোস্তেকোগলুর উত্তরসূরি হিসেবে ফ্রাঙ্ক ছাড়াও ফুলহামের মার্কো সিলভা ও বোর্নমাউথের আন্দোনি ইরাওলাকে বিবেচনায় রেখেছিল টটেনহাম।

টটেনহামকে ইউরোপা লিগ জিতিয়ে ১৭ বছরের ট্রফি খরা ঘুচানোর ১৬ দিন পর পোস্তেকোগলু বরখাস্ত হন। তবে তার এই অর্জন ম্লান হয়ে যায় প্রিমিয়ার লিগে দলের বাজে পারফরম্যান্স। ২২ হারে তারা মৌসুম শেষ করে ১৭তম স্থানে থেকে। ১৯৭৭ সালে অবনমনের পর এটাই তাদের সবচেয়ে হতাশাজনক মৌসুম ছিল।

টটেনহামকে চেনারূপে ফিরিয়ে আনতে এবার দায়িত্ব দেওয়া হলো ফ্রাঙ্ককে। ব্রেন্টফোর্ডে সাত বছর ছিলেন তিনি। ২০২১ সালে চ্যাম্পিয়নশিপ থেকে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেন। ড্যানিশ হেড কোচের অধীনে গত চার মৌসুমে ব্রেন্টফোর্ড ১৩তম, নবম, ১৬তম ও দশম হয়েছে। গত মৌসুমে তাদের ৬৬ গোলের চেয়ে বেশি গোল করেছে আর মাত্র চারটি দল।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0