বুধবার, ৬ আগস্ট ২০২৫

সনের জায়গায় রিয়ালের যে ফরোয়ার্ডকে চায় টটেনহ্যাম

স্প্যানিশ দৈনিক এএস-এর বরাতে জানা গেছে, টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি রদ্রিগোকে দলে টানতে আগ্রহী।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: চলতি মৌসুমেই টটেনহ্যাম হটস্পার ছাড়ছেন দলটির অধিনায়ক সন হিউং-মিন। ইউরোপা লিগ জয়ের মাধ্যমে ১৭ বছরের ট্রফি খরা কাটানো সন এই গ্রীষ্মেই এমএলএসের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেবেন। দীর্ঘ সময় ধরে ক্লাবটির ভরসা হয়ে ছিলেন তিনি। তার বিদায়ে বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোকে দলে নেয়ার পরিকল্পনা করছে স্পার্সরা।

স্প্যানিশ দৈনিক এএস-এর বরাতে জানা গেছে, টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি রদ্রিগোকে দলে টানতে আগ্রহী। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। তবে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে গেম টাইমের সম্ভাবনা কমে গেলেও রদ্রিগো নাকি এই ট্রান্সফার উইন্ডোতে রিয়াল ছাড়তে রাজি নন।

টটেনহ্যাম জানে, রদ্রিগোকে দলে ভেড়াতে লিভারপুলও আগ্রহী। নিউক্যাসল ইউনাইটেড তাদের তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাকের জন্য লিভারপুলের প্রাথমিক ১২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রদ্রিগোর দিকে আরো মনোযোগ দিতে পারে অল রেডরা। লিভারপুল ইসাকের জন্য দ্বিতীয় প্রস্তাব দিতে পারে। তবে সেটি নির্ভর করবে নিউক্যাসল আগে তার বিকল্প খেলোয়াড় নিশ্চিত করে কি না।

এদিকে রদ্রিগোর জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আগে টটেনহ্যাম প্রথমে বায়ার্ন মিউনিখের পর্তুগিজ মিডফিল্ডার পলিনিয়াকে সই করাতে চাইবে। যাকে নতুন ম্যানেজার থমাস ফ্র্যাঙ্ক অতি জরুরি সাইনিং হিসেবে দেখছেন। তবে সনের জায়গায় রদ্রিগোই সেরা বিকল্প হতে পারে বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0