মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ

সিনেট ভবনে সোমবার প্রার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। শেষ মুহূর্তে আরও ইনক্লুসিভ প্যানেল তৈরি করতে অনেকে আজ ফরম সংগ্রহ করছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন সোমবার (১৮ আগস্ট)। সকাল থেকে ক্যাম্পাসের সব ছাত্রসংগঠন নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষে গিয়ে ফরম সংগ্রহ করছে।

সিনেট ভবনে সোমবার প্রার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। শেষ মুহূর্তে আরও ইনক্লুসিভ প্যানেল তৈরি করতে অনেকে আজ ফরম সংগ্রহ করছেন। কেউ কেউ এটিকে নির্বাচনি কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকে পুরোপুরি প্যানেল সাজাতে পারেননি।

সকাল ১১টায় ইসলামি ছাত্র শিবিরের প্যানেল ঘোষণার কথা থাকলেও এটি এখনও প্রকাশিত হয়নি। দুপুর আড়াইটায় ছাত্রদলের প্যানেল ফরম সংগ্রহ করবে। এর আগে গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ, বাম জোটসহ অন্যান্যরা ফরম সংগ্রহ করবে।

তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় ১২ আগস্ট। গত ছয় দিনে ডাকসুতে মোট ১২৫ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১৯, জিএস পদে ২, এজিএস পদে ৫, সম্পাদক পদে ৪৪ ও সদস্য পদে ৫৫ জন ফরম নেন। এখন পর্যন্ত ৩৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, যার বেশিরভাগই স্বতন্ত্র পদপ্রার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা প্রকাশ করে অনেকে বলছেন, অনেকদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে। নির্বাচন ঘিরে যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে সেটি আমাদের মধ্যে আশার সঞ্চার করছে। আমরা আশা করি, সুষ্ঠুভাবে বাকি সবকিছুও সম্পন্ন হবে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0