এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ জামিল হোসেন এবং মুনমুন আহমেদ মুন দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁরা তাঁদের প্রেম, বিয়ে এবং দাম্পত্য জীবনের নানা মজার এবং অজানা কথা শেয়ার করেছেন। মুনমুন জানিয়েছেন, তাঁর মা কখনোই নোয়াখালী বা বরিশালের ছেলের সঙ্গে তাঁর বিয়ে দিতে চাননি, কিন্তু পরিশেষে তাঁর বিয়ে হয়েছে নোয়াখালীর ছেলে জামিলের সঙ্গেই।
তার কথায়, ‘নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামাই ভালো ছেলে রাজি হও কেন বিয়ে করবে না।’
“আম্মু আগে বলতো যে, নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দিবে না।” তিনি আরও যোগ করেন, “আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু সবাই মিলে আমাকে রাজি করিয়েছে। (তাঁরা বলেছেন) জামাই ভালো ছেলে, রাজি হও, কেন বিয়ে করবে না?”
তবে বিয়ের পর আঞ্চলিকতা নিয়ে তাঁর ধারণা পুরোপুরি বদলে গেছে। তিনি বলেন, “আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম, আমার এখন মনে হচ্ছে, সব দেশে (অঞ্চলে) আসলে ভালো-মন্দ দুইটাই থাকে।সে ভালো মানুষ।”
অন্যদিকে, অভিনেতা জামিল হোসেন জানান, বিয়ের পর তাঁরা দারুণ সময় কাটাচ্ছেন। তিনি বলেন, “বিয়ের পরে ঠাস করে লন্ডন চলে গিয়েছি। একটা লম্বা সময় লন্ডনে ছিলাম, ফেরার পরে তুর্কি (তুরস্ক) এসেছিলাম।”
কাজের ক্ষেত্রেও এই জুটি একসঙ্গে আসছেন। তাঁরা জানান, খুব শিগগিরই তাঁদের একসঙ্গে করা একটি নতুন কাজ আসতে চলেছে, যা ইতোমধ্যেই আরটিভিতে দেখানো হয়েছে। সব মিলিয়ে, প্রেমকে পরিণতি দিয়ে এই তারকা দম্পতি এখন সংসার এবং ক্যারিয়ার— দুটোই সমানতালে উপভোগ করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0