বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সিরিজ শুরুর ২ মাস আগেই টিকিট শেষ!

আগামী ১৯ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু হতে এখনও প্রায় ২ মাস বাকি। তবে এই সিরিজের টিকিটের চাহিদা এতটাই বেশি যে এরই মাঝে শেষ হয়ে গেছে টিকিট। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আটটি ম্যাচের সবগুলোতেই ভারতীয় সমর্থকদের জন্য সংরক্ষিত টিকিট শেষ হয়ে গেছে। এমনকি সিডনি এবং ক্যানবেরায় সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য সংরক্ষিত সব টিকিটও বিক্রি হয়ে গেছে।

আগামী ১৯ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই শুরু হবে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। এই সিরিজ ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। আর সেটার প্রমাণ পাওয়া গেছে টিকিটের আকাশচুম্বী চাহিদা দেখেই।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড অপারেশনস) জোয়েল মরিসন বলেছেন, ‘আমরা মানুষের উৎসাহ দেখে উচ্ছ্বসিত। ভারতীয় ফ্যান জোনের সব টিকিট শেষ হয়ে গেছে। আটটা ম্যাচের কোনো টিকিট অবশিষ্ট নেই। এখন থেকেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে উন্মাদনা তৈরি হচ্ছে। বিশ্বমানের এই সিরিজে আমরা দুর্দান্ত আবহ আশা করছি। বিশ্বের অন্যতম সেরা দুটো ক্রিকেট দল মুখোমুখি হবে। অসাধারণ।’

দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচ হবে পার্থে। ২৩ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ভেন্যু অ্যাডিলেড ওভাল এবং ২৫ অক্টোবর তৃতীয় ওয়ানডে হবে সিডনিতে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৯ অক্টোবর ক্যানবেরায়। ৩১ অক্টোবর দ্বিতীয় ২০ ওভারের ম্যাচ হবে মেলবোর্নে। বাকি তিনটি ম্যাচ হবে ২ নভেম্বর হোবার্টে, ৬ নভেম্বর গোল্ড কোস্টে এবং ৮ নভেম্বর ব্রিসবেনে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0