বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

এবার ডিজে’র ভূমিকায় তানিয়া বৃষ্টি!

গতানুগতিক গল্প থেকে বেরিয়ে ব্যতিক্রমী এবং চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে যুক্ত করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ নতুন এক রূপে— ডিজে’র চরিত্রে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মাসের পুরোটা সময়ই শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি তিনি কাজের ক্ষেত্রে এনেছেন এক নতুন দর্শন। গতানুগতিক গল্প থেকে বেরিয়ে ব্যতিক্রমী এবং চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে যুক্ত করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ নতুন এক রূপে— ডিজে’র চরিত্রে। ‘ডিজে বাহারুল’ নামের একটি নতুন নাটকে তাঁকে এই ভূমিকায় দেখা যাবে।

নতুন চরিত্র ও নতুন জুটি:

ইমরাউল রাফাত পরিচালিত ‘ডিজে বাহারুল’ নাটকের গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা—সবই করেছেন তিনি নিজে। এতে তানিয়া বৃষ্টির সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। সম্প্রতি নাটকটির একটি প্রমো প্রকাশ হয়েছে, যা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানা গেছে।

নতুন এই চরিত্র নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, “কিছু গল্প একদিকে যেমন দর্শককে আনন্দ দেয়, তেমনি চারপাশে ঘটে চলা ঘটনা নিয়েও ভাবতে শেখায়। এ নাটকটি এমনই এক গল্পের নাটক, যেখানে দর্শক নতুন এক চরিত্রে আমাকে আবিষ্কারের সুযোগ পাবেন। গল্প, চরিত্র, নির্মাণ- সব মিলিয়ে এটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।”

মানের দিকেই মূল মনোযোগ:

অনেকেই মনে করছেন, তানিয়া বৃষ্টি এখন পর্দায় আগের চেয়ে কম উপস্থিত। তবে অভিনেত্রী জানালেন, তিনি কাজের পরিমাণ কমাননি, বরং মানের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছি। যার সুবাদে একটা বিষয় স্পষ্ট হয়েছে, দর্শক প্রতিনিয়ত নতুন কিছু দেখতে চান। সে কারণেই প্রতিনিয়ত অভিনয়ে নিজেকে ভেঙে নতুন সব চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি।”

বর্তমানে তানিয়া বৃষ্টি আরও একাধিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন এবং তাঁর বেশ কিছু নাটক প্রচারের অপেক্ষায় আছে। তাঁর এই নতুন কাজের ধারা প্রমাণ করে, তিনি সংখ্যার চেয়ে অভিনয়ের বৈচিত্র্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0