বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

এবার ফেসবুক পোস্টে সবাইকে যে অনুরোধ জানালেন তাসকিন

নিজের ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানালেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে বিষয়টি অস্বীকার করেছেন টাইগার এই স্পিডস্টার। নিজের ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানালেন।

গুজবে বিভ্রান্ত না হওয়ার বার্তা দিয়ে তাসকিন বলেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউও বিভ্রান্ত করবেন না।’

আরও যোগ করেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনো ভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’

প্রসঙ্গত, তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে গণমাধ্যমকে তাসকিন বলছিলেন, 'এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।'

তাসকিন বিসিবিকে কি জানিয়েছেন এ প্রসঙ্গে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, 'সে (তাসকিন) জানিয়েছে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপের মারামারি হয়েছে। এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নয় বলে জানিয়েছে তাসকিন।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0