এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা এবং ফরাসি মিলিয়নার ফ্রেডেরিক আর্নল্টের প্রেমের গুঞ্জন আবারও ডালপালা মেলেছে। ব্ল্যাকপিঙ্কের কনসার্ট শেষ হওয়ার পরপরই ফ্রেডেরিকের দক্ষিণ কোরিয়া সফর এই পুরোনো জল্পনাকে নতুন করে উস্কে দিয়েছে। একদিকে কে-পপ কুইন, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল ব্র্যান্ড গ্রুপ LVMH-এর কর্ণধারের পুত্র— এই দুই জগতের দুই তারকার সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।
সফরের উদ্দেশ্য: ব্যবসা না ভালোবাসা? দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোসুন বিজ জানিয়েছে, লোরো পিয়ানার সিইও ফ্রেডেরিক আর্নল্ট বর্তমানে সিউলে অবস্থান করছেন। দাপ্তরিকভাবে তাঁর এই সফর ব্যবসায়িক— তিনি সিউলের একাধিক স্টোর ঘুরে দেখছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। তবে তাঁর এই সফরের সময়কাল নিয়েই তৈরি হয়েছে নতুন জল্পনা। গত ৫ ও ৬ জুলাই গিওয়াংয়ে ব্ল্যাকপিঙ্কের কনসার্ট ছিল, আর তার ঠিক পরেই কোরিয়ায় তাঁর আগমন। এই সময়টাকে ভক্তরা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা হিসেবে দেখতে নারাজ। অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছেন, তাঁর এই সফরের আসল উদ্দেশ্য হয়তো ব্যবসায়িক নয়, বরং লিসার সঙ্গে সময় কাটানো।
পুরোনো গুঞ্জনের নতুন অধ্যায়: লিসা ও ফ্রেডেরিকের প্রেমের গুঞ্জন নতুন নয়। ২০২৩ সাল থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। এর আগেও তাঁদের দুজনকে বিভিন্ন দেশে একসঙ্গে দেখা গেছে। তবে প্রতিবারই তাঁরা সম্পর্ক নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রেখেছেন, স্বীকার বা অস্বীকার— কোনোটিই করেননি। এবারের কোরিয়া সফরের পরেও সেই একই নীরবতা বজায় রেখেছেন দুজন। যদিও তিনি লিসার কনসার্টে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে তাঁর এই আগমন পুরোনো গুঞ্জনে নতুন করে হাওয়া দিয়েছে।
ফ্যাশন ও সংগীতের ‘পাওয়ার কাপল’: এই গুঞ্জনটি এত আলোচনার জন্ম দেওয়ার অন্যতম কারণ হলো দুজনের নিজ নিজ জগতের প্রভাব। লিসা যেমন বিশ্বজুড়ে কে-পপের অন্যতম বড় আইকন, তেমনি ফ্রেডেরিক আর্নল্টও ফ্যাশন ও বিলাসবহুল ব্র্যান্ড জগতের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর বাবা বার্নার্ড আর্নল্ট LVMH গ্রুপের চেয়ারম্যান। এই দুই প্রভাবশালী ব্যক্তিত্ব যদি সত্যিই এক হন, তবে তা হবে এই সময়ের সবচেয়ে বড় ‘পাওয়ার কাপল’-এর একটি।
আপাতত, ফ্রেডেরিক বা লিসার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত, তাঁদের এই সম্পর্কটি ভক্ত ও সংবাদমাধ্যমের কাছে এক আকর্ষণীয় রহস্য হয়েই থাকবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0