স্পোর্টস ডেস্ক
ঢাকা: অপেক্ষার পালা শেষ। আর কিছুক্ষণ পর মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। আর শুরুর দিনেই অনুষ্ঠিত হয়ে গেল ক্যাপ্টেনস ডে। যেখানে অধিনায়কদের সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান লিটন দাস জানান, প্রস্তুতি ও দলের ফর্ম নিয়ে সন্তুষ্টের কথা। দলের প্রত্যেকেই এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চ দিতে বদ্ধকর বলেও জানালেন তিনি।
লিটন বলেন, 'সম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি, খুব ভালো খেলেছি। সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই ভালো। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে, এটাই মূল চ্যালেঞ্জ।'
অবশ্য 'বি' গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো প্রতিপক্ষ থাকায় অনেকে বাংলাদেশকে সুপার ফোরেই দেখছেন না। লিটন বলেন, 'না, (দেখিয়ে দেওয়ার) তাড়না বলতে কিছু নেই। সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। সবই এখানে ভালো দল। খেলাটা চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।'
অতীত ইতিহাস ভেঙে এবার শিরোপা ছুঁতে চান লিটন। জানান, 'আমরা বেশ কয়েকবার রানার-আপ হয়েছি। এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ পাইনি। অতীত তো ইতিহাস, ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য। আমরা ভালো খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ হবে, এত সহজ হবে না। দল হিসেবে কীভাবে আরও উন্নতি করতে পারি সেই চেষ্টা করব।'
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0