বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে। আটক পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ আরিফুজ্জামান, তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত এপিবিএন-২–এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে তাকে আটক করে বিএসএফ। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
বিএসএফ সূত্র জানায়, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে সীমান্ত পেরোতে দেখে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, আরিফুজ্জামান গত বছরের ৫ আগস্ট পর্যন্ত রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে এপিবিএন-২–এ বদলি করা হয়। সেখানে তিনি ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন।
কিন্তু ১৪ অক্টোবর থেকে তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে যোগ না দেওয়ায় সাময়িক বরখাস্ত হন। সেই থেকে তিনি পলাতক ছিলেন বলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান গণমাধ্যমকে জানিয়েছেন।
বাংলাফ্লো/এনআর
Comments 0