বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সাকিব-মিরাজদের যে মাইলফলক স্পর্শ করলেন স্টোকস

বল হাতে ৫ উইকেট শিকারের পর ব্যাট হাতে সেঞ্চুরি করার মধ্য দিয়ে অনন্য নজির গড়েন ইংল্যান্ড অধিনায়ক।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ব্যাটে বলে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বেন স্টোকস ও জোফরা আর্চারের গতির মুখে পড়ে ভারত ৩৫৮ রানে অলআউট হয়। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক বেন স্টোকস ২৪ ওভারে ৭২ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। ৩ উইকেট নেন জোফরা আর্চার।

জবাবে ব্যাটিংয়ে নেমে জো রুটের ১৫০ আর বেন স্টোকসের ১৪১ রানের ইনিংসের সুবাদে ৬৬৯ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ১৯৮ বল মোবাকেলা করে ১১টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১৪১ রান করেন বেন স্টোকস।

বল হাতে ৫ উইকেট শিকারের পর ব্যাট হাতে সেঞ্চুরি করার মধ্য দিয়ে অনন্য নজির গড়েন ইংল্যান্ড অধিনায়ক। ক্রিকেট ইতিহাসে সবার আগে এই নজির গড়েন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জেএইচ সিনক্লেয়ার। তিনি ১৮৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে ২৬ রানে ৬ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রান করেন।

এই তালিকায় নাম আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, মোশতাক আহমেদ, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও সোহাগ গাজীর।

সাকিব আল হাসান ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ১৪৪ রান করার পর বল হাতে ৬ উইকেট শিকার করেন। তারপর ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ১৩৭ রান করার পর বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট করে ১০ উইকেট শিকার করেন।

সোহাগ গাজী নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে সংগ্রহ করেন ১০১* রান আর বল হাতে শিকার করেন ৬ উইকেট।

মেহেদি হাসান মিরাজ গত এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ১০৪ রান করেন আর বল হাতে ৩২ রান খরচ করে শিকার করেন ৫ উইকেট।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0