বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, ‘এই তিনটি প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্ট শক্তিরা আবারও সুবিধা নেবে।’
তিনি বলেন, অভ্যুত্থান কোনো একক শক্তির নেতৃত্বে হয়নি। এখন শক্তি পরীক্ষার মাধ্যমে মীমাংসা করতে গেলে সেটা অনিবার্য সংঘাত আনবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
জোনায়েদ সাকী বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশজুড়ে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ তাদের গোষ্ঠীর বাইরের সবার ওপরে জুলুম-নির্যাতন করেছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘জামায়াত ইসলামী নিম্ন কক্ষে পিআর দাবি করছে, সেটা তারা করতেই পারে। পিআর ইস্যুটা তারা জোর দিয়ে সামনে এনেছে। তারা জনমত তৈরি করছে। সেই অধিকার তাদের আছে। ‘কিন্তু পিআর না হলে নির্বাচন হবে না’- সেই অবস্থান অত্যন্ত বিপজ্জনক। এই অবস্থান দায়িত্বশীল হবে না। এই অবস্থানে কেউ গেলে বলতে হবে আপনি শক্তি পরীক্ষার মাধ্যমে মীমাংসা চাইছেন এবং আপনি পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলছেন। কিংবা হঠাৎ সারজিস আলম বলে উঠলো যে শাপলা না পেলে হবে না। কিন্তু এটা কোনো দায়িত্বশীল বক্তব্য নয়।’
এ সময় চালকদের নিয়োগ দেওয়ার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
বাংলাফ্লো/এনআর
Comments 0