রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

মৌসুমের প্রথম ম্যাচটিই হয়ে রইলো জোটাকে শ্রদ্ধা জানানোর উপলক্ষ্য

লিভারপুল এবং প্রেস্টন নর্থ এন্ডের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকরা রবিবারের প্রাক মৌসুম প্রীতি ম্যাচটিতে বেশ আয়োজন করেই শ্রদ্ধা জানিয়েছেন পর্তুগালের সাবেক এ ফরোয়ার্ডকে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: এই ম্যাচটি হতে পারতো ক্লাব ফুটবলের নতুন মৌসুমে দিয়োগো জোটার প্রথম ম্যাচ। অথচ নিয়তির করুণ বাস্তবতায় সেটি পরিণতি হলো জোটাকে স্মরণ ও শ্রদ্ধা জানানোর ম্যাচ। লিভারপুল এবং প্রেস্টন নর্থ এন্ডের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকরা রবিবারের প্রাক মৌসুম প্রীতি ম্যাচটিতে বেশ আয়োজন করেই শ্রদ্ধা জানিয়েছেন পর্তুগালের সাবেক এ ফরোয়ার্ডকে।

জোটার স্মরণে আবেগঘন বিকেলে প্রেস্টন অধিনায়ক বেন হুইটম্যান লিভারপুল সমর্থকদের সামনে একটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ম্যাচ শুরুর আগে গাওয়া হয় ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। উভয় দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন এবং দুই ভাইয়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ৩ জুলাই এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে ভাই আন্দ্রে সিলভা (২৫) সহ স্পেনের জামোরা শহরের কাছে প্রাণ হারান জোটা। জোটার বিদায়ের পর এটিই তার ক্লাব লিভারপুলের প্রথম ম্যাচ। কনর ব্র্যাডলি, ডারউইন নুনেজ এবং কোডি গাকপোর গোলে ৩-১ ব্যবধানে ম্যাচটি জেতে অলরেডরা। ৫৩তম মিনিটে নুনেজ গোল করার পর জোটার বিখ্যাত ভিডিও গেম সেলিব্রেশন অনুকরণ করে উদযাপন করেন। ম্যাচ শেষে লিভারপুলের খেলোয়াড় ও কোচেরা সফরকারী সমর্থকদের সামনে গিয়ে দাঁড়ান। ওই সময় গ্যালারিতে থাকা সমর্থকরা জোটার নাম ধরে গান গাইতে থাকেন।

ম্যাচের আগে লিভারপুল কোচ আর্না স্লট জানান, জোটার মৃত্যুর পর দলের জন্য আবার ফুটবলে ফেরা কঠিন ছিল, তাই তিনি খেলোয়াড়দের পরামর্শ দিয়েছিলেন—জোটার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে। বলেন, ‘আমাদের প্রথম অনুভূতি হলো গভীর দুঃখের, কিন্তু দ্বিতীয় অনুভূতি হলো গর্বের। ওর বাবা-মা আর স্ত্রী রুতে ওর জন্য গর্বিত হতে পারেন। একজন খেলোয়াড় হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে। আমি ওর অনেক সতীর্থের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছে ও কত ভালো মানুষ ছিল, কত সৎ ছিল। সবসময় নিজের মতো ছিল। তার পরিবারের সদস্যরা যদি জানতে পারতেন ওকে ঘিরে কী পরিমাণ শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, তাহলে সত্যিই গর্বিত হতেন।’

স্লট আরও বলেন, ‘জোটা এমন খেলোয়াড় ছিল, যখন সময় খুব কঠিন হয়ে যেত, আমি ওর দিকে তাকিয়ে বলতাম—‘এখন আমাদের কিছু বিশেষ কিছু দরকার।’ এবং ও সেই সময়গুলোতে সবসময় কিছু না কিছু করে দেখিয়েছে। আমি আগেও এমন অনেক মুহূর্তের কথা বলতে পারি। তাই এখন যখন আমরা এত কঠিন সময় পার করছি, তাহলে আমাদেরও চেষ্টা করা উচিত জোটার মতো করে, একটু বেশি চেষ্টা করে, সামনে এগিয়ে যাওয়ার।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0