এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এই গুঞ্জন বেশিদূর এগোতে দেননি ক্রিকেটার নীতিশ নিজেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সামান্থার সঙ্গে তাঁর কোনো ধরনের রোমান্টিক সম্পর্ক নেই এবং তাঁর সঙ্গে যাঁর যোগাযোগ ছিল, তিনি একজন চিকিৎসক।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি বলেন, যাঁর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তিনি কোনো অভিনেত্রী নন। তিনি একজন ডাক্তার এবং যিনি নীতিশের হাঁটুতে আঘাতের সময় তাঁর চিকিৎসা করেছিলেন। তাঁর এই পরিষ্কার ব্যাখ্যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুঞ্জনকে চূড়ান্তভাবে বন্ধ করে দিয়েছে।
তবে সামান্থা রুথ প্রভুকে নিয়ে মিডিয়ায় আলোচনা নতুন কিছু নয়। এর আগে তাঁর নাম জড়িয়েছিল বিখ্যাত পরিচালক জুটি রাজ ও ডি.কে.-র সঙ্গে। যদিও পরে জানা যায়, সেটি ছিল শুধুই পেশাগত সম্পর্কের গুঞ্জন। সামান্থা তাঁদের সঙ্গে ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি বানী’-তে কাজ করেছেন এবং বর্তমানে ‘রক্ত ব্রহ্মাণ্ড’ নামের আরও একটি বড় প্রজেক্টে তাঁদের সঙ্গে কাজ করছেন।
সব মিলিয়ে, সামান্থা ও নীতিশের এই প্রেমের গুঞ্জনটি একটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই ছিল না, যা ক্রিকেটারের সৎ স্বীকারোক্তিতে পরিষ্কার হয়ে গেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0