এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে, অবশেষে মুক্তি পেল মার্কিন পপ তারকা টেলর সুইফটের বহুল প্রতীক্ষিত ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। গতকাল, শুক্রবার (৩ অক্টোবর) অ্যালবামটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই, এটি সঙ্গীত প্রেমীদের মধ্যে ঝড় তুলেছে এবং বছরের সবচেয়ে আলোচিত অ্যালবামে পরিণত হয়েছে।
হলিউডের সংগীত বিশেষজ্ঞরা মনে করছেন, টেলরের এই নতুন অ্যালবামটি চলতি বছরের অন্যতম সেরা বিক্রিত অ্যালবাম হতে চলেছে এবং এটি তাঁর পুরনো অনেক রেকর্ডও ভেঙে দিতে পারে।
এরই মধ্যে, অ্যালবামের প্রথম গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ অন্তর্জালে আলোড়ন সৃষ্টি করেছে। ইউটিউবে গানটির অডিও মুক্তি পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এটি ৪.৪ ভিউ অতিক্রম করেছে।
তবে, গানটির মিউজিক ভিডিওর জন্য ভক্তদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। জানা গেছে, টেলর সুইফটের নিজের লেখা এবং পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওটি আগামী ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে, ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ দিয়ে টেলর সুইফট আরও একবার প্রমাণ করলেন, কেন তিনিই বর্তমান বিশ্বের পপ সংগীতের রানি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0