বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের একাদশে নেই তাসকিন-তামিম, ফিরলেন নাঈম-শরিফুল

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল। অন্যদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই পাকিস্তানের।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একাদশে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ তামিম ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম শেখ ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ ড্যানিয়েল।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0