বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তামিম-মাশরাফিরা

এই ঘটনায় শোকের ছায়া দেশজুড়ে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহতের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আহত হয়েছে আরও ১৬৪ জন। এই ঘটনায় শোকের ছায়া দেশজুড়ে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

ঘটনাটি হৃদয় ছুঁয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনকেও। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাবেক ওপেনার তামিম ইকবালসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তারা নিহতের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই— হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’

জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয় লিখেছেন, ‘উত্তরার আকাশে ঘটে যাওয়া আজকের ভয়াবহ দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর আঘাত দিয়েছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।’

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন, হে মহান আল্লাহ। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক।’

সাবেক অধিনায়ক তামিম ইকবালের বার্তা ছিল আরও সংবেদনশীল। তিনি লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। সংবাদকর্মীদের বিশেষভাবে অনুরোধ করছি, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার ছবি-ভিডিও লাইভে না দেখানো হোক, অন্তত ঝাপসা করে দিন। ওরা আমাদের বাচ্চা, ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’

জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান আহ্বান জানিয়েছেন সহযোগিতার, ‘মাইলস্টোন কলেজের ওপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। সবাই দোয়া করুন। সবাই সাহায্যে এগিয়ে আসুন।’

তানজিম সাকিব, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনও ‘প্রার্থনা করুন’, ‘আল্লাহ আমাদের হেফাজত করুন’—এই বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

জাতীয় দলের বর্তমান অধিনায়ক লিটন দাস লেখেন, ‘প্রার্থনা এবং হৃদয়ের গভীর ভালোবাসা পৌঁছাক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের কাছে। তাদের জীবনে ফিরে আসুক শান্তি ও নিরাময়।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ভয়াবহ ঘটনার শিকার সবার জন্য আমাদের চিন্তা ও প্রার্থনা রইল।’

এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-ও শোক প্রকাশ করে জানিয়েছে, ‘মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের ভাবনা ও প্রার্থনা রইল।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0