এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বরাবরই তাঁর বলিষ্ঠ এবং স্পষ্টবাদী রাজনৈতিক মতামতের জন্য পরিচিত। এবার তিনি ফিলিস্তিন সংকট নিয়ে মুম্বাইয়ের রাস্তায় এক বিক্ষোভে অংশ নিয়ে এবং ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে আবারও খবরের শিরোনামে। তিনি দাবি করেছেন, হামাসের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ছিল দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে এক ‘প্রতিক্রিয়া’।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক ফিলিস্তিন-পন্থী বিক্ষোভে অংশ নেন স্বরা ভাস্কর। সেখানে তিনি বলেন, “তারা (ফিলিস্তিনিরা) কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।”
তিনি আরও যোগ করেন, “কেউ যদি ইসরায়েলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেই সঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে।”
তবে তাঁর সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি ছিল হামাসকে নিয়ে। তিনি বলেন, “হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে।”
স্বরা ভাস্কর ভারতের ঐতিহাসিক অবস্থানের কথাও তুলে ধরে বলেন, “ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ।”
তাঁর এই ভিডিও এবং মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ফিলিস্তিনের পক্ষে তাঁর এই সাহসী অবস্থানের প্রশংসা করছেন, আবার অনেকেই, বিশেষ করে হামাস সংক্রান্ত তাঁর মন্তব্যের জন্য, তাঁর তীব্র সমালোচনা করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0