সোমবার, ২০ অক্টোবর ২০২৫

লতিফ সিদ্দিকীর গ্রেফতারে ‘ভাষাহীন’ বিএনপির পদ স্থগিত হওয়া নেতা ফজলুর রহমান

শুক্রবার (২৯ আগস্ট) ঢাকা প্রেস নামের একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় ‘ভাষাহীন’ মন্তব্য করেছেন, বিএনপি থেকে তিন মাসের জন্য পদ স্থগিত হওয়া দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।

শুক্রবার (২৯ আগস্ট) ঢাকা প্রেস নামের একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার ডিআরইউ থেকে গ্রেফতার হন লতিফ সিদ্দিকী। এ বিষয়ে এক প্রশ্নে ফজলুর রহমান বলেন, ‘নিন্দা জানানোর ভাষা আমার নেই। মুক্তিযুদ্ধে তার (লতিফ সিদ্দিকী) অবদান অপরিসীম।’

তিনি বলেন, ‘তার বয়স এখন ৮৭ বছর, সেই লতিফ সিদ্দিকীকে আটক করা হলো, অপমান করা হলো বা মিটিং ভেঙে দেওয়া হলো। যারা ভেঙে দিয়েছে আমি তাদেরকে বলব, তারা এই দেশের সবচেয়ে অকাল মানে অপরিণামদর্শী। তারা বুঝতেছে না এই দেশের পরিণামটা কী হবে।’

লতিফ সিদ্দিকীর গ্রেফতারের পেছনে কালো শক্তি আছে এবং তারা দেশটা দখল করে ফেলছে উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ‘বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে, তত বেশি মঙ্গল। বিএনপি যদি না বোঝে, তাহলে এই দেশের কপালে অনেক দুঃখ আছে।’

লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে তিনি আরও বলেন, ‘দেশেরমানুষকে বলছি, আপনারাসাবধান হন। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা করুন।’

এসময় জুলাই বিপ্লবীদের গঠিত জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দল বলেও আখ্যায়িত করেন বিএনপির এই নেতা।

ফজলুর রহমান দাবি করেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা আমি বিশ্বাস করি না। এনসিপি তার (ড. ইউনূস) দল আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে।’

এর আগে একটি সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানকারীদের ‘কালো শক্তি’ বলে আখ্যা দেন ফজলুর রহমান। এছাড়া ছাত্রদের তিনি রাজাকার বলে সম্মোধন করেন। তার এই বক্তব্য তুমুল বিতর্কের জন্ম দেয়। অস্বস্তিতে পড়ে বিএনপি।

তারই জেরে দল থেকে শোকজ করা হয় ফজলুর রহমানকে। গত ২৬ আগস্ট ১১টি পয়েন্টে শোকজের জবাব দেন তিনি। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি।


বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0