স্পোর্টস ডেস্ক
ঢাকা: জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে দেখা গেল টানটান উত্তেজনা। জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২২ আগস্ট) শুরুর মুহূর্ত থেকে শেষ পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেন সুমাইয়া দেওয়ান ও অভিজ্ঞ দৌড়বিদ শিরিন আক্তার।
তবে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয় স্বর্ণপদক ঘিরে।
১২.১৯ সেকেন্ড টাইমিং নিয়ে প্রথম হন সুমাইয়া, আর ১২.২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন নৌবাহিনীর শিরিন আক্তার। এত কম ব্যবধানের কারণে শিরিন ফলাফল চ্যালেঞ্জ করেন। ফলে জাতীয় স্টেডিয়ামে কিছু সময় ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দ্বিধাহীনভাবে বিজয়ীর মুকুট উঠে যায় সুমাইয়ার মাথায়।
২০২২ সালের পর আবারও দেশের দ্রুততম মানবীর খেতাব জিতলেন সুমাইয়া। ইভেন্ট শেষে তিনি বলেন, ‘আমি পরিশ্রম করে আবার আগের জায়গায় ফিরতে পেরেছি। ধন্যবাদ জানাই নৌবাহিনী, বিকেএসপি, কোচ ও পরিবারকে। এবার আমি আত্মবিশ্বাসী ছিলাম যে প্রথম হবো, এবং ইনশাআল্লাহ প্রথম হয়েছি। সামনে এসএ গেমসে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী সুমাইয়া আরও বলেন, ‘আমাকে দেখে নতুনরা শিখবে। অনুশীলনে কোচ আমাকে যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলেছি। আগে আমার ফিনিশিংয়ে দুর্বলতা ছিল, সেটি নিয়ে কাজ করেছি। এখন আমি বর্তমান দ্রুততম মানবী। সবাই আমার জন্য দোয়া করবেন। ’
দীর্ঘদিন দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে রাখা শিরিনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভালো চোখে দেখছেন সুমাইয়া। তার বিশ্বাস, এই প্রতিদ্বন্দ্বিতা তরুণ দৌড়বিদদের অনুপ্রাণিত করবে এবং দেশের অ্যাথলেটিকসকে আরও এগিয়ে নিয়ে যাবে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0