শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

আমরণ অনশনে শিক্ষার্থীরা, পাশে মশারি টেনে রাত কাটালেন উপাচার্য

শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। তাদের কষ্ট ভাগাভাগি করতে তিনি মশারি টেনে একই স্থানে রাত কাটান ভোর পর্যন্ত।

জেলা প্রতিনিধি

বরিশাল: অবকাঠামো উন্নয়ন, প্রাপ্ত জমি অধিগ্রহণ ও শতভাগ পরিবহন সুবিধার দাবিতে শেষ পর্যন্ত সাতজন শিক্ষার্থী আমরণ অনশনের কঠিন কর্মসূচি হাতে নিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–১ এর নিচে অবস্থান নেন।

শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। তাদের কষ্ট ভাগাভাগি করতে তিনি মশারি টেনে একই স্থানে রাত কাটান ভোর পর্যন্ত।

অনশনকারীরা জানান, ৩৬ দিনের ধারাবাহিক আন্দোলনের পরও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কোনো সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে তারা মৃত্যুকে হাতিয়ার করেই এই কর্মসূচি বেছে নিয়েছেন। তাদের দাবি মানা না পর্যন্ত এ অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল স্বীকার করেছেন, দাবিগুলো যৌক্তিক হলেও আস্থার সংকট এতটাই গভীর যে তা অনশন পর্যন্ত গড়িয়েছে।

অনশনে অংশ নিয়েছেন— ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মণ্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের মো. আবুবকর সিদ্দিক, দর্শনের পিয়াল হাসান, লোকপ্রশাসনের তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের শওকত ওসমান স্বাক্ষর।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0