বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) বেলায় ১১টায় সায়েন্সল্যাব এলাকায় তাদের বিক্ষোভ করতে দেখা যায়।
এর আগে, সোমবার (৪ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ মিছিলের কথা জানান সাত কলেজের শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের (প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে কালক্ষেপণ ও ৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে অধ্যাদেশ জারি নিয়ে একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ না করায় এবং চলমান শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সেটি স্পষ্ট না করায়, আগামী বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।
এতে আরও বলা হয়, মিছিলটি ঢাকা কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় দিয়ে ইউটার্ন নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজ সংলগ্ন আজিমপুর মোড় থেকে ইউটার্ন নিয়ে পুনরায় ঢাকা কলেজ প্রধান ফটকে এসে থামবে। পরে ঢাকা কলেজের প্রধান ফটকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0