মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষার্থীদের স্কুল-কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখা এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার উপজেলা আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি এবং যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগ গ্রহণের মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা গেছে, সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রস্তাব রাখেন। পরে উপস্থিত সবাই এ বিষয়ে মতামত দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, সম্প্রতি আমাদের পাশের উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েক দিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজল্যুশন সব স্কুল-কলেজে পাঠানো হবে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0