বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে সোলেমান শাহদাত (২৪) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার সময় তিনি তৃতীয় তলার ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, সোলেমানের বাড়ি লালবাগ রোডের ৩০৯ নম্বরে, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে। তার বাবার নাম নাজমি শাহদাত।
পুলিশ সূত্রে জানা যায়, সোলেমান স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি ধানমন্ডির একটি রেস্টুরেন্টে পার্টটাইম চাকরি করতেন। মাঝে মাঝে বন্ধু ও প্রতিবেশী সিয়ামের বাসায় আড্ডা দিতে যেতেন তিনি। সিয়াম একটি কলেজে অনার্সে পড়ছেন।
গতকাল রাতে কাজ শেষে সোলেমান সিয়ামের বাসায় যান। আড্ডার একপর্যায়ে তিনি ছাদের বাউন্ডারি রেলিংয়ের ওপর বসেছিলেন। হঠাৎ করে ভারসাম্য হারিয়ে দুই ভবনের মাঝখানে নিচে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই নাজমুল হোসেন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের পর জানা যাবে।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0