Logo

মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় পাথর‌ নিক্ষেপকারী সেই ব্যক্তি গ্রেফতার

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পাথর‌ নিক্ষেপকারীদের মধ্যে আরও একজনকে পটুয়াখালীর ইটবা‌ড়িয়া থেকে গ্রেফতার করেছে ডি‌বি পু‌লিশ।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পাথর‌ নিক্ষেপকারীদের মধ্যে আরও একজনকে পটুয়াখালীর ইটবা‌ড়িয়া থেকে গ্রেফতার করেছে ডি‌বি পু‌লিশ। বুধবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নি‌শ্চিত করেছেন পটুয়াখালীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার সাজেদুল ইসলাম। তবে গ্রেফতার যুবকের নাম জানায়নি পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, ‘ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সোহাগ হত্যা মামলার এক আসামিকে ইটবাড়িয়া থেকে ধরে নিয়ে গেছে। অন্য জেলায় অভিযান থাকায় এ মুহূর্তে তার নাম প্রকাশ করা সম্ভব নয়।’

ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, এর আগে গ্রেফতার অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে রাতে তারা পটুয়াখালীতে অবস্থান নেয়। পরে ইটবাড়িয়া এলাকার একটি বাসা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। আটক আসামি ব্যবসায়ী সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিলেন এমন তথ্য তারা নিশ্চিত হয়েছেন। গ্রেফতার হওয়া আসামির দেওয়া তথ্য অনুযায়ী, আরও একজনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

এ নিয়ে সোহাগ হত্যাকাণ্ডের মামলায় ৯ জন আসামি গ্রেফতার হলো।

এর আগে, ১৪ জুলাই র‍্যাব-১১ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে আলোচিত মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি মো. নান্নু কাজীকে (৩৩) নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করা হয়।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0