স্পোর্টস ডেস্ক
ঢাকা: প্রো-প্যালেস্টাইন আন্দোলনের কারণে ভুয়েলতা আ এস্পানা সাইক্লিং প্রতিযোগিতায় ইসরায়েল-প্রিমিয়ার টেক দলের অংশগ্রহণ ঘিরে স্পেনে তীব্র বিক্ষোভ চলছে। এর প্রেক্ষিতে স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া বলেছেন, ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করা উচিত, যেমনটি ২০২২ সালে রাশিয়ার ক্ষেত্রে করা হয়েছিল।
তিনি এটিকে ‘দ্বৈত মানদণ্ড’ বলে অভিহিত করেছেন।
স্পেন সরকার ইতিমধ্যেই গাজার চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে। যদিও ইসরায়েল-প্রিমিয়ার টেক কোনো রাষ্ট্রীয় দল নয়, বরং এটি ইসরায়েলি-কানাডিয়ান রিয়েল এস্টেট ব্যবসায়ী সিলভান অ্যাডামস-এর মালিকানাধীন একটি বেসরকারি দল। তবুও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দলটিকে অভিনন্দন জানিয়েছেন, বিক্ষোভ সত্ত্বেও প্রতিযোগিতা থেকে সরে না যাওয়ার জন্য।
স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা এসইআর-এ আলেগ্রিয়া বলেন, ‘এটি ব্যাখ্যা করা ও বোঝা কঠিন যে এখানে দ্বৈত মানদণ্ড রয়েছে। এত বড় গণহত্যা, ভয়াবহ পরিস্থিতি যখন প্রতিদিন ঘটছে, তখনও আন্তর্জাতিক ফেডারেশন ও কমিটিগুলো আগের মতো পদক্ষেপ নিচ্ছে না। ’
তিনি আরও বলেন, ‘২০২২ সালে রাশিয়ার কোনো দল বা ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। আর যারা ব্যক্তিগতভাবে অংশ নিয়েছে, তারা করেছে নিরপেক্ষ পতাকা ও জাতীয় সংগীত ছাড়া। একই নিয়ম এখন ইসরায়েলের ক্ষেত্রেও হওয়া উচিত। ’
আলেগ্রিয়া চান, ভুয়েলতার আয়োজকেরা যেন ইসরায়েল-প্রিমিয়ার টেককে প্রতিযোগিতা থেকে বাদ দেয়। তবে তিনি স্বীকার করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে কেবল সাইক্লিংয়ের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ইউসিআই।
এদিকে বিক্ষোভের কারণে ভুয়েলতার বিভিন্ন ধাপে প্রভাব পড়েছে। ১১ ও ১৬ নম্বর ধাপ ছোট করা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবারের ১৮ নম্বর টাইম ট্রায়াল ধাপও সংক্ষিপ্ত করা হয়েছে।
আলেগ্রিয়া আশা প্রকাশ করেছেন, প্রতিযোগিতা শেষ পর্যন্ত যেন সম্পন্ন হয়। তবে রোববার মাদ্রিদে ঢোকার সময় শেষ ধাপেও বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা রয়েছে।
‘যদি প্রতিযোগিতা শেষ করা না যায়, সেটি ভালো সংবাদ হবে না,’ বলেন আলেগ্রিয়া।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0