বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দেশে ভোজ্যতেলের বাজারে আবারও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর খোলা ও বোতলজাত সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়, তবে সুনির্দিষ্ট কতটা বাড়ানো হবে তা ব্যবসায়ীরা পরে জানাবেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারপ্রতি সয়াবিন ও পাম তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, “ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে সেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। এটা আমরা পর্যালোচনা করছি, তারপর তাদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ব্যবসায়ীরা যুক্তি দেখাচ্ছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম প্রতি ব্যারেল ১,২০০ ডলার ছুঁয়েছে। সম্প্রতি বিশ্ববাজারে ১৮-২০ শতাংশ পর্যন্ত ভোজ্যতেলের দাম বেড়েছে। একই প্রবণতা দেখা যাচ্ছে পাম অয়েলের ক্ষেত্রেও। এই পরিস্থিতিতে দাম সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে বলে তারা জানান।
উল্লেখ্য, এর আগে গত ১৩ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0