মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

অভিষেকেই নিজের জাত চেনালেন দক্ষিণ কোরিয়ান তারকা

রোববার (১০ আগস্ট) সিটগিক স্টেডিয়ামে লস এ্যাঞ্জেলস এফসির হয়ে এমএএলএসে অভিষেক হয়েছে ৩৩ বছর বয়সী সনের।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্প্যারে এক দশকের ক্যারিয়ারের ইতি টেনেছেন দক্ষিণ কোরিয়ান তারকা ফুটবলার সন হিউং-মিন। এরপর তারকা এই ফরোয়ার্ড যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস এ্যাঞ্জেলস এফসিতে (এলএএফসি)। 

রোববার (১০ আগস্ট) সিটগিক স্টেডিয়ামে লস এ্যাঞ্জেলস এফসির হয়ে এমএএলএসে অভিষেক হয়েছে ৩৩ বছর বয়সী সনের। যদিও শিকাগো ফায়ার এফসির বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে নিজের উপস্থিতির জানান দিয়েছেন সন।

এদিন স্টেডিয়ামে অনেক সমর্থকই সনের জার্সি পড়ে এসেছিলেন। তাদের হাতে ছিল দক্ষিণ কোরিয়ার পতাকা, একইসাথে বিভিন্ন ব্যানারের মাধ্যমে তারা সনকে মেজর লিগ সকারে স্বাগত জানিয়েছে। ৬১ মিনিটে ডেভিড মার্টিনেজের পরিবর্তে তিনি যখন মাঠে নামেন তখন স্কোরলাইন ছিল ১-১।

৬১ মিনিটে মাঠে নামার পর বেশ কিছু শট নিয়েছেন সন। ৭০ মিনিটে জোনাথন বাম্বা শিকাগোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এর কিছুক্ষন পরেই সন পেনাল্টি আদায় করে নেন। তাতে ডেনিস বুয়ানগা গোল করে দলকে ড্র উপহার দেন। ইনজুরি টাইমে তার একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডার কোনমতে ব্লক করেন।

ম্যাচ শেষে সন বলেছেন, ‘ডি বক্সের ভিতর দুর্দান্ত একটি পাস ছিল। থ্রু বলটি ধরতে গিয়ে আমাকে ফাউল করা হয়। যদিও তিন পয়েন্ট না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছি। কিন্তু আমি মনে করি সবাই নিজেদের সাধ্যমত খেলার চেষ্টা করেছে। আমিও অভিষিক্ত হতে পেরে খুশী। আশা করছি খুব শিগগিরই গোল করতে পারবো।’

এর আগে গত বুধবার মেজর লিগ সকারের রেকর্ড ২৬ মিলিয়ন মার্কিন ডলারে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম থেকে লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেন সন। টটেনহ্যামের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেছেন দক্ষিণ কোরিয়ার এই অধিনায়ক।

আগামী ৩১ আগস্ট ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল সান দিয়েগোর বিপক্ষে মাঠে নামবে লস অ্যাঞ্জেলস এফসি। এই ম্যাচের আগ পর্যন্ত লস এ্যাঞ্জেলসের ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুযোগ পাচ্ছেন না সন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0