মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

দারুস সালামে সাবেক কাউন্সিলরকে না পেয়ে বোনকে হত্যা

রোববার (৩ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (৪ আগস্ট) বিকেলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব হোসেন মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি.

ঢাকা: রাজধানী ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন তাহমিনা রহমান রানু (৪০) নিহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (৪ আগস্ট) বিকেলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব হোসেন মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় তাহমিনার একটি দোকান আছে। তিনি দোকানটি ভাড়া দিয়ে চলতেন। গতকাল রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী এসে তাহমিনার ভাই আমিনুলের খোঁজ করেন। আমিনুলকে না পেয়ে তারা তাহমিনাকে গুলি করে চলে যায়।

দারুসসালাম থানার ওসি রকিব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত তাহমিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান দারুসসালাম থানার ওসি।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0