এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার কানাডায় অবস্থিত নতুন ক্যাফেতে বন্দুক হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’ নামের এই প্রতিষ্ঠানটি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায় হামলাকারীরা। ঘটনার পর ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেছে, যা ঘটনাটিকে এক নতুন এবং গুরুতর দিকে মোড় দিয়েছে।
যেভাবে ঘটল হামলা: ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কানাডার ব্রিটিশ কলোম্বিয়ার সারে শহরে অবস্থিত কপিলের ক্যাফেতে বুধবার (৯ জুলাই) গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা একটি গাড়ি থেকে ক্যাফের জানালা লক্ষ্য করে প্রায় ৯ রাউন্ড গুলি চালায়। ঘটনার সময় ক্যাফেটি বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুলির শব্দ শুনে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
স্বপ্নের প্রকল্পে আতঙ্কের ছায়া: এই ক্যাফেটি ছিল কপিল শর্মার বহুদিনের একটি স্বপ্নের প্রকল্প, যার মাধ্যমে তিনি রেস্তোরাঁ ব্যবসায় প্রথম পা রাখেন। তাঁর স্ত্রী গিনি চথরথও এই উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সম্প্রতি ক্যাফেটির উদ্বোধন হয় এবং কানাডায় প্রবাসী ভারতীয়দের মধ্যে এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছিল। এমন একটি স্বপ্নের প্রকল্পের ওপর সহিংস হামলায় কপিল শর্মা বেশ মর্মাহত হয়েছেন বলে জানিয়েছে তাঁর টিম। ঘটনার সময় কপিল কানাডায় উপস্থিত ছিলেন না।
হামলার কারণ ও খলিস্তানি যোগসূত্র: এই হামলার দায় স্বীকার করেছে খলিস্তানি জঙ্গি সংগঠন বাবর খালসা ইন্টারন্যাশনালের সদস্য হরজিৎ সিং লাড্ডি। সে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের একজন। সূত্রের খবর, কপিল শর্মার অতীতে করা কোনো একটি মন্তব্যে ক্ষুব্ধ হয়েই লাড্ডি এই হামলার নির্দেশ দিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই ঘটনাটি নিছকই কোনো হামলা নয়, বরং একজন ভারতীয় তারকাকে ভয় দেখানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।
এই হামলা কানাডায় খলিস্তানি কার্যকলাপ নিয়ে ভারতের দীর্ঘদিনের উদ্বেগকে আবারও সামনে নিয়ে এসেছে। একজন জনপ্রিয় ভারতীয় শিল্পীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে এমন সন্ত্রাসী হামলার ঘটনা দুই দেশের সম্পর্ককেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0