বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

হুতিদের হামলায় লোহিত সাগরে জাহাজ ডুবি: নিহত ৪, নিখোঁজ ১৫

জাহাজে থাকা ২২ জন ক্রু ও ৩ জন নিরাপত্তাকর্মীর মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় লোহিত সাগরে একটি কার্গো জাহাজ ডুবে অন্তত ৪ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) জাহাজটি ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

কার্গো জাহাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় বাহিনীর ‘অপারেশন অ্যাস্পাইডস’ জানিয়েছে, ‘এটারনিটি সি’ নামের পণ্যবাহী জাহাজে এই হামলা হয়। হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জনকে উদ্ধার করা গেলেও এখোনে নিখোঁজ অন্তত ১৫ জন। জাহাজে থাকা ২২ জন ক্রু ও ৩ জন নিরাপত্তাকর্মীর মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।

এর আগে লাইবেরিয়ার পতাকাবাহী ও গ্রিসের মালিকানাধীন জাহাজে গত সোমবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় হুতিরা। সুয়েজ খালের দিকে যাওয়া জাহাজটির ওপর হামলার একটি ভিডিও প্রকাশ করে গোষ্ঠীটি। এতে বিস্ফোরণ ও আগুন লাগার দৃশ্য দেখা যায়।

হুতিদের দাবি, জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাঁরা জাহাজের ক্রুদের উদ্ধারে সহায়তা করেছেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

তবে ইয়েমেনে মার্কিন মিশনের অভিযোগ, হুতিরা কয়েকজন নাবিককে অপহরণ করেছে। তাদের নিরাপদ ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0