বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

চোট পেলেন শান্ত, কলম্বো টেস্টে খেলা হবে তো?

বাংলাদেশের দুঃসংবাদ, দ্বিতীয় টেস্টের আগে চোটে পড়েছেন শান্ত। সোমবার কলম্বোতে অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন তিনি। স্লিপে ক্যাচ প্রাকটিস করার সময় ডান হাতে চোট পান বাংলাদেশ অধিনায়ক।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। তবু এই ম্যাচটি দীর্ঘদিন ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে থাকবে। কারণ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচজুড়ে দাপুটে ক্রিকেট খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা, যার মূলে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে সামনে থেকে দলের নেতৃত্ব দিয়েছেন তিনি।

তবে বাংলাদেশের দুঃসংবাদ, দ্বিতীয় টেস্টের আগে চোটে পড়েছেন শান্ত। সোমবার কলম্বোতে অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন তিনি। স্লিপে ক্যাচ প্রাকটিস করার সময় ডান হাতে চোট পান বাংলাদেশ অধিনায়ক।

প্রথম টেস্টের আগেও আঙুলে চোট পেয়েছিলেন শান্ত। পরে আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেছেন। সিরিজের দ্বিতীয় টেস্টের আগেও আঙুলে চোট পেলেন বাঁহাতি এই ব্যাটার। এখন পর্যবেক্ষণে থাকতে হচ্ছে তাকে।

চোট পাওয়ার পর আর অনুশীলনে অংশ নেননি শান্ত। ব্যাটিং বা ফিল্ডিং কিছুই করেননি। কেবল সতীর্থদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন।

এদিকে শান্তর টেস্ট নেতৃত্ব ছাড়ার গুঞ্জন মাথাচাড়া দিয়েছে। কলম্বোতে অনুশীলনের আগে নেতৃত্ব ছাড়ার ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’

আপাতত কোনো গুঞ্জন নিয়ে বেশি মাতামাতি না করতে অনুরোধ করে শান্ত যোগ করেন, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা-সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আশা করব এটা কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে।

আগামী ২৫ জুন কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে নামবে বাংলাদেশ দল। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0