বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

শাকিবের পারিশ্রমিক নিয়ে তোলপাড়, মুখ খুললেন প্রযোজক

“এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই তার আগের ছবিগুলোর চেয়ে রেমুনারেশন বেশি হওয়াটা স্বাভাবিক।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে তাঁর ক্যারিয়ারের এক স্বর্ণালী সময় পার করছেন। সম্প্রতি তাঁর নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-র ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হওয়ার পরই, এবার আলোচনায় উঠে এসেছে এই সিনেমায় তাঁর পারিশ্রমিক। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে নির্মিতব্য এই সিনেমার জন্য শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন ৩ কোটি টাকা।

এই বিপুল পরিমাণ পারিশ্রমিকের গুঞ্জন নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই এই বিষয়ে মুখ খুলেছেন সিনেমার প্রযোজক এবং ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা। তিনি এই পারিশ্রমিককে শাকিব খানের ‘প্রাপ্য’ বলেই মনে করেন।

শিরিন সুলতানা বলেন, “এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই তার আগের ছবিগুলোর চেয়ে রেমুনারেশন বেশি হওয়াটা স্বাভাবিক।” তিনি আরও যোগ করেন, “আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি, সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে।”

আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন বলে জানা গেছে। তবে তাঁরা কারা হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। এই প্রসঙ্গে প্রযোজক ইঙ্গিত দিয়ে বলেন, “দেশ-বিদেশ মিলিয়ে আমাদের গল্প ও চরিত্রের সঙ্গে যাকে উপযুক্ত মনে হয় তাকে সিলেক্ট করবো। কয়েকজনের সঙ্গে কথাবার্তা আগাচ্ছে।” ফলে, সিনেমায় বিদেশি নায়িকা থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং এটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে। ‘তুফান’-এর হিন্দি ডাবিং-এর বিপুল সাফল্য এবং ‘তাণ্ডব’-এর জনপ্রিয়তা প্রমাণ করে, শাকিব খানের চাহিদা এখন আকাশছোঁয়া। তাই তাঁর পারিশ্রমিক নিয়ে প্রযোজকের এই সমর্থনকে যৌক্তিক বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0