স্পোর্টস ডেস্ক
ঢাকা: জাতীয় দলের হয়ে মাঠে দেখা না গেলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখনো খেলছেন সাকিব আল হাসান৷ বর্তমানে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে হেরেছে দুবাই।
গতকালকের ম্যাচে মাঠে নামার আগে নিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, '(এখনও দারুণ পারফর্ম করার পেছনে) আমার মনে হয় খেলাটার প্রতি ভালোবাসা। আমি এখনো খেলাটাকে ভালোবাসি ঠিক যেমন আমি অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ এর সময় ভালোবাসতাম।'
এখনো আগের মতোই ক্রিকেটটা উপভোগ করেন সাকিব। তিনি বলেন, 'আমি এখনও খেলাটাকে খুবই উপভোগ করি আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। যতদিন আমি উপভোগ করব ততদিনই আমি খেলে যাব।'
তার দলের অবস্থা নিয়ে সাকিব বলেন, 'আমরা প্রথম ম্যচে দুর্দান্ত খেলেছি। ২য় ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু আজকের ম্যাচটা আলাদা। যেহেতু রাতে খেলা, ব্যাপারগুলো অন্যরকম হবে। গায়ানার বিপক্ষে খেলা, গ্যালারি পরিপূর্ণ থাকবে। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। দুই দলের জন্যই মাস্ট উইন গেম।'
'গায়ানার ঘরের মাঠ, তারা সুবিধা বেশি পাবে। কিন্তু আমরা ভালো করতে চাই এবং জিততে চাই। বোলিং হলো এমন একটি ব্যাপার যেটা আমি যেকোন সময় করতে পারি। একটা পাওয়ারপ্লে তে, একটা ডেথ ওভারে, দুইটা মিডল ওভারে। ব্যাটিংয়ের ক্ষেত্র, যদি দল ভাল শুরু করতে পারে, আমি চাই মোমেন্টাম ধরে রাখতে। দল ভাল শুরু না করলে, আমি চাই একটা জুটি গড়তে। যাতে ভালো সংগ্রহ পাই।'-যোগ করেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0