মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

‘শাকিব মেধাবী না,স্ত্রীদের নিয়ে ফ্যাসাদে’, তীর্যক মন্তব্য জয়ের

“শাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারেনা সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর এবং তাঁর মা, অভিনেত্রী শবনম বুবলীকে নিয়ে একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাঁকে। রুজভেলট আইল্যান্ডের পার্কে তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি বুবলী সামাজিক মাধ্যমে প্রকাশ করার পরই শুরু হয়েছে নতুন জল্পনা— তবে কি মান-অভিমান ভুলে আবারও এক হচ্ছেন শাকিব-বুবলী?

এই ঘটনার প্রেক্ষাপটে এবার মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি মনে করেন, শাকিব খান তাঁর দুই সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে এক কঠিন ‘ফ্যাসাদ’-এ পড়েছেন।

শাহরিয়ার নাজিম জয় তাঁর এক ফেসবুক পোস্টে লিখেছেন, “শাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারেনা সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব।”

এরপর তিনি কিছুটা তির্যক মন্তব্য করে লেখেন, “তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী ততো বড় স্টার না।”

যদিও জয়ের মতো অনেকেই বিষয়টিকে জটিল হিসেবে দেখছেন, তবে শাকিব ভক্তদের বড় একটি অংশ মনে করেন, নায়ক যা কিছু করছেন, সবটাই তাঁর সন্তানদের কথা ভেবে। বাবা হিসেবে তিনি চান না, তাঁর ভাঙা দাম্পত্যের কোনো প্রভাব সন্তানদের ওপর পড়ুক। তাই তিনি তাঁর প্রাক্তন দুই স্ত্রী, অপু বিশ্বাস এবং শবনম বুবলী— উভয়ের সঙ্গেই সৌজন্যমূলক সম্পর্ক বজায় রেখে চলেন।

গত রোববার বুবলীর পোস্ট করা ছবিতে দেখা যায়, রুজভেলট আইল্যান্ডের পার্কে তাঁরা তিনজন মিলে সুন্দর সময় কাটাচ্ছেন। এই ছবিই এখন ঢালিউডের ‘হট টপিক’, যা শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাকে নতুন করে উস্কে দিয়েছে।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0