মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ছাত্র সমাবেশের শাহবাগ ‘ব্লকেড’, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

বিকালে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেন তাঁরা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবিতে শাহবাগ মোড় ১ ঘণ্টা ‘ব্লকেড’ করে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা। এতে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শুক্রবার (৪ জুলাই ) বিকালে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেন তাঁরা।

এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আন্দোলনকারীরা বলেন, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের বিষয়ে দেশবাসী জানলেও এর কার্যত কোনো সমাধান করতে পারেনি সরকার। এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে।

তাঁরা আরও বলেন, গত ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যারা প্রশ্নফাঁস করেছে তাদের এখনো বিচার হয়নি। আর এই বিচারহীনতার কারনেই সেই গোষ্ঠীটি এখনো শক্তিশালী। পিএসসি সংস্কার এবং ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি তাদের।

এছাড়া ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নাম্বার প্রকাশ কারারও দাবি জানান আন্দোলনকারীরা।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0