বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ শুরু হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ।
সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ সকাল ৯টায় সাক্ষ্যগ্রহণ শুরু করেন। মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে আজ উপস্থিত রয়েছেন রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাঁকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গতকাল রবিবার মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
প্রসঙ্গত, শেখ হাসিনা, কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন—এই তিনজনের বিরুদ্ধেই অভিযোগ গঠনের মাধ্যমে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল বিচার শুরু করার নির্দেশ দেয়। তবে মামুন বর্তমানে রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন।
অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় ১,৪০০ ছাত্র ও সাধারণ জনগণকে হত্যা, হত্যার নির্দেশ, উসকানি ও পরিকল্পনার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।
শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি প্রধান অভিযোগের মধ্যে রয়েছে: ১৪ জুলাই ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলে অবমাননাকর মন্তব্য, হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ, রংপুরে আবু সাঈদের হত্যাকাণ্ড, চানখারপুলে আনাসসহ ছয় শিক্ষার্থীকে হত্যা এবং আশুলিয়ায় ছয়টি মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনা।
এইসব অভিযোগ মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ছে, যার মধ্যে ষড়যন্ত্র, প্ররোচনা, উসকানি এবং অপরাধ প্রতিরোধে ব্যর্থতার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
মামলার কার্যক্রম ঘিরে দেশ-বিদেশে তীব্র আলোচনা চলছে। আজকের সাক্ষ্য গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0