রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ভালো গল্পের অপেক্ষায় ছোট পর্দা থেকে বিরতি নিলেন সাফা

“আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত। শুধু ভালো গল্পের অপেক্ষায় আছি।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে কাজ থেকে একপ্রকার লম্বা বিরতিতেই রয়েছেন। কিছুদিন আগে বরিশালে একটি নাটকের শুটিং করার পর, তাঁকে আর নতুন কোনো কাজে দেখা যায়নি। এবার তিনি নিজেই জানালেন এই বিরতির কারণ। অভিনেত্রী বলেন, তিনি এখন একঘেয়ে এবং ‘ট্রেন্ডি’ গল্পের নাটকে কাজ করতে চান না, বরং ভালো গল্পের অপেক্ষায় আছেন। আর সবচেয়ে বড় খবর হলো, এতদিন বড় পর্দা নিয়ে সন্দিহান থাকলেও, তিনি এখন সিনেমার জন্য ‘একদমই প্রস্তুত’।

সাফা কবির বলেন, “কাজের প্রস্তাব অনেক আসে। সেসব গল্পে নতুনত্ব পাই না। সব একই ধারার ও ট্রেন্ডি গল্প। এগুলোতে কাজ করতে চাই না, তাই কাজের সংখ্যাও কমে যাচ্ছে।” তিনি জানান, সম্প্রতি তাঁর অভিনীত ‘সন্ধি’ এবং ‘কেন এই সঙ্গতা’-এর মতো নাটকগুলো থেকে তিনি বেশ প্রশংসা পেয়েছেন এবং তিনি এই ধরনের ভালো গল্পের কাজই করতে চান।

সাফার সমসাময়িক অনেক অভিনেত্রীই ইতোমধ্যেই সিনেমায় নাম লিখিয়েছেন। এতদিন এই বিষয়ে খুব একটা আগ্রহ না দেখালেও, এবার সাফা জানালেন তাঁর বড় পর্দার পরিকল্পনার কথা। তিনি বলেন, “আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত। শুধু ভালো গল্পের অপেক্ষায় আছি।”

তবে সিনেমার ক্ষেত্রেও তাঁর একটি শর্ত রয়েছে। তিনি বলেন, “তবে মাল্টিকাস্টিং নয়, একক কোনো গল্পে, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে।”

সব মিলিয়ে, সাফা কবিরের এই বক্তব্য প্রমাণ করে, তিনি এখন তাঁর ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সচেতন এবং বেছে বেছে মানসম্মত কাজ করার দিকেই মনোযোগ দিচ্ছেন। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তাঁদের প্রিয় অভিনেত্রীকে বড় পর্দায় এক নতুন এবং শক্তিশালী চরিত্রে দেখা যাবে।

 বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0