বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের গুঞ্জন ‘উপভোগ’ করেন সাদিয়া আয়মান

সত্য বলতে আমরা দুজনই খুবই ভালো বন্ধু, ভাই–বোনের মতো।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দুই হাত দিয়ে ভালোবাসার চিহ্ন বানানো একটি ছবি, আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে গুঞ্জন— তবে কি প্রেমে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এই ভালোবাসা কোনো বিশেষ মানুষের জন্য নয়, বরং তাঁর অগণিত ভক্তদের জন্য, যাঁদের ভালোবাসায় সম্প্রতি তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা ১০ লাখ পার হয়েছে।

সাদিয়া আয়মান বলেন, “হাত দিয়ে লাভ সাইন করা ছবিটি আমার সিগনেচার পোজ। ...এই ভালোবাসা মূলত আমার ভক্তদের জন্য। এই চিহ্ন দিয়ে এটাই বোঝাই, তাদের আমি অনেক ভালোবাসি।” তিনি জানান, ১০ লাখ অনুসারীর মাইলফলক ছোঁয়ায় এবারের ভালোবাসাটা ছিল একটু বেশি।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় সৌম্য জ্যোতির সঙ্গে সাদিয়া আয়মানের জুটি ব্যাপক প্রশংসিত হয়। এরপর তাঁদের একসঙ্গে একাধিক সাক্ষাৎকারে দেখা গেলে, অনেকেই ধরে নেন তাঁরা হয়তো সত্যিই বিয়ে করেছেন।

এই গুঞ্জন নিয়ে হেসে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, “আগে কিন্তু বিয়ের গুঞ্জন তেমন শুনিনি। তবে উৎসব সিনেমার পরে অনেকেই মনে করেছিল আমরা বিয়ে করেছি। ...এটা আমরা দুজনই খুব উপভোগ করতাম। সত্য বলতে আমরা দুজনই খুবই ভালো বন্ধু, ভাই–বোনের মতো।”

ঈদে ‘উৎসব’ সিনেমার পাশাপাশি ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ এবং ‘মন মানে না’-এর মতো নাটক দিয়েও আলোচনায় ছিলেন সাদিয়া। এরপর দীর্ঘ ছয় মাস সিনেমা এবং ওয়েবের শুটিং নিয়ে ব্যস্ত থাকায়, নাটকে তাঁকে পাওয়া যায়নি।

অবশেষে তিনি আবার নাটকের শুটিংয়ে ফিরেছেন। তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদের সঙ্গে কাজ শেষ করে, আজ (২৫ আগস্ট) সোমবার থেকে তিনি ইয়াশ রোহানের সঙ্গে একটি নতুন নাটকের শুটিং শুরু করছেন। দেড় বছর পর এই জনপ্রিয় জুটি আবারও একসঙ্গে কাজ করছেন। তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল প্রশংসিত নাটক ‘ফুল হাতা শার্ট’-এ।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0