বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

শেকৃবি অধ্যাপক ড. কাজী আহসান হাবীব পেলেন ‘জাতীয় মৎস্য পদক ২০২৫'

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে এই পদক প্রদান করেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাতীয় মৎস্য পদক-২০২৫ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে এই পদক প্রদান করেন।

অধ্যাপক হাবীব বাংলাদেশের প্রথম ব্যক্তি, যিনি ইলিশ মাছ কৌটাজাতকরণের প্রযুক্তি এবং দিনে ও রাতে নিরাপদ শুঁটকি উৎপাদনের জন্য এসএইউ-ডিওএফ স্মার্ট সোলার সান ড্রায়ার উদ্ভাবন করেছেন। এছাড়া তিনি মেরিন বায়োডাইভার্সিটি পোর্টাল অফ বাংলাদেশ ও ফ্রেশ ওয়াটার বায়োডাইভার্সিটি পোর্টাল অফ বাংলাদেশ নামক দুটি তথ্যসমৃদ্ধ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। দেশের জলসীমা থেকে তার নেতৃত্বে নতুন তিনটি সামুদ্রিক মাছের প্রজাতি আবিষ্কৃত হয়েছে।

অধ্যাপক হাবীব সেন্ট মার্টিন দ্বীপ ও সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে গবেষণামূলক তিনটি বইসহ বেশ কয়েকটি বিজ্ঞানভিত্তিক বই ও পাঠ্যবই রচনা করেছেন। তিনি ২০১২ সাল থেকে মাধ্যমিক পর্যায়ের সাধারণ ও মাদরাসা শিক্ষার ষষ্ঠ থেকে দশম শ্রেণির কৃষি শিক্ষা বইয়ের মৎস্যবিজ্ঞান অংশের লেখক হিসেবে বাংলা ও ইংরেজি মাধ্যমে পাঠ্যবই প্রকাশ করে আসছেন।

শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, এটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়। আমরা শেকৃবি পরিবার তার এই অর্জনের জন্য অত্যন্ত আনন্দিত।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0