এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র অসুস্থ হয়ে পড়েছেন। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে একটি সেলফি পোস্ট করে জানিয়েছেন, তিনি ‘ভাইরাল’ জ্বরে আক্রান্ত এবং তাঁর শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি। ‘ধূমকেতু’ সিনেমার মুক্তিকে কেন্দ্র করে দেব ও শুভশ্রীকে নিয়ে আলোচনার সময়, তাঁকেও যে ব্যক্তিগত আক্রমণ এবং মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই কারণেই কি এই অসুস্থতা?— এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীদের একাংশ।
মুম্বাই থেকে পোস্ট করা একটি সেলফিতে রুক্মিণীকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন— “‘ভাই'রাল’ জ্বরে আক্রান্ত তিনি।” অর্থাৎ, তিনি যেমন ভাইরাল ফিভারে ভুগছেন, তেমনই সাম্প্রতিক সময়ে নিজেও নানা কারণে ‘ভাইরাল’ হয়েছেন।
‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর পর রুক্মিণী সম্প্রতি চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমার কাজ শেষ করেছেন। এরপর থেকেই তিনি মুম্বাইয়ে থাকছেন এবং সেখানে বিভিন্ন ওয়ার্কশপ ও বিজ্ঞাপনের কাজ করছেন।
এরই মাঝে, ‘ধূমকেতু’র প্রচারকে কেন্দ্র করে দেব ও শুভশ্রীর পুনর্মিলনের পর, নেটিজেনদের একাংশ তাঁকে এবং রাজ চক্রবর্তীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে দেবকেও প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। যদিও রুক্মিণী তখন জানিয়েছিলেন, দেবের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই এবং পেশাদারিত্বের জায়গা থেকে তিনি বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন।
তবে কাজের চাপ এবং ব্যক্তিগত আক্রমণ— এই দুইয়ের জেরেই যে রুক্মিণী অসুস্থ হয়ে পড়েছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাঁর ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0