বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

রড বোঝাই ট্রাক ডাকাতি, যুবদল কর্মী আজীবন বহিষ্কার

এ ঘটনায় সংগঠন থেকেও সতর্ক করা হয়েছে, বহিষ্কৃত সুজনের সঙ্গে কোনো নেতা-কর্মীর যোগাযোগ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় রড বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন যুবদল কর্মী সোলেমান সুজন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে যুবদলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় সংগঠন থেকেও সতর্ক করা হয়েছে, বহিষ্কৃত সুজনের সঙ্গে কোনো নেতা-কর্মীর যোগাযোগ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১০ আগস্ট) বিকেলে সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে রড বোঝাই একটি ট্রাক ডাকাতরা কবিরহাটে নিয়ে আসে। রড আনলোডের সময় শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান আনন্দ মাস্টারের ছেলে যুবদল কর্মী সোলেমান সুজন এবং কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে আবু ছায়েদকে।

রোববার সন্ধ্যায় আটক দুজনসহ মোট ১০-১২ জনের বিরুদ্ধে কবিরহাট থানায় ডাকাতির মামলা দায়ের হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে ডিউটিরত অবস্থায় কবিরহাট বাজার ও ভুঁইয়ারহাট বাজারের মাঝামাঝি স্থানে সন্দেহজনকভাবে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ড্রাইভার ও হেলপার পরিচয় দিয়ে জানায়, কুমিল্লা থেকে ডাকাতরা তাদের মারধর করে ট্রাক ও রড নিয়ে আসে। পরে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ট্র্যাকার দিয়ে অবস্থান শনাক্ত করা হয়। সুন্দলপুর এলাকায় গিয়ে ট্রাক ও রড উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, রড আনলোডের শব্দ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে যুবদল কর্মী সোলেমান সুজনসহ দুইজনকে ট্রাক ও রডসহ গ্রেপ্তার করি। পরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0