এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা ৮ বছরের পুরনো একটি মামলায় অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। ২০১৭ সালে মুক্তি পাওয়া তাঁর অভিনীত সিনেমা ‘বেহেন হোগি তেরি’-তে শিবের পোশাক পরে মোটরবাইকে বসার একটি দৃশ্য নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি এই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে, তিনি গত ২৮ জুলাই আদালতে আত্মসমর্পণ করেন। গতকাল, শুক্রবার (১ আগস্ট) পাঞ্জাবের জলন্ধরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
২০১৭ সালে ‘বেহেন হোগি তেরি’ সিনেমাটি মুক্তির পর, স্থানীয় শিবসেনার পক্ষ থেকে ছবির পরিচালক, প্রযোজক এবং নায়ক-নায়িকার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়। তাঁদের দাবি, ছবিতে শিব সেজে মোটরবাইকে বসার দৃশ্যটি হিন্দুধর্মকে অসম্মান করেছে।
এই অভিযোগের জবাবে রাজকুমার রাওয়ের আইনজীবী আদালতে জানান, অভিনেতা শুধুমাত্র একটি চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি ছিল এক যাত্রাদলের যুবকের, যে শিব ঠাকুরের রূপ ধারণ করেছিল। এটি ছিল একটি সৃজনশীল উপস্থাপনা এবং কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি আরও যুক্তি দেন, ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে এবং ভারতের সংবিধান মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে।
এই মামলায় রাজকুমার রাও ছাড়াও অভিযুক্তদের তালিকায় ছিলেন ছবির পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে এবং নায়িকা শ্রুতি হাসান। তবে, তদন্তে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো প্রমাণ না মেলায়, আদালত আগেই শ্রুতি হাসানকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে।
অবশেষে, দীর্ঘ আট বছর ধরে চলা এই মামলা থেকে জামিন পাওয়ায় স্বস্তিতে রয়েছেন ‘স্ত্রী’ খ্যাত এই জনপ্রিয় অভিনেতা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0