স্পোর্টস ডেস্ক
ঢাকা: ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্রাম শেষে, আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবর উইন্ডোর দ্বিতীয় প্রীতি ম্যাচে, আগামীকাল (বুধবার) পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে অধিনায়কের খেলার জোরালো সম্ভাবনার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবর উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে জিতলেও, সেই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। কোচ স্কালোনি তাঁকে টানা খেলার ধকল থেকে বিশ্রাম দিয়েছিলেন। তবে, আর্জেন্টিনা ম্যাচের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানেই ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে জোড়া গোল করে নিজের ফিটনেসের প্রমাণ দেন মেসি।
এবার জাতীয় দলের হয়েও তাঁর মাঠে নামা প্রায় নিশ্চিত। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এ বিষয়ে এক প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে বলেন, “শনিবার (মায়ামির হয়ে) আমি মেসিকে খেলতে দেখেছি। সে ভালোভাবেই সেটি শেষ করেছে। ...আসন্ন ম্যাচের আগে আমাদের শেষ অনুশীলন আছে। সেখানে কথা বলব তার সঙ্গে, খেলার মতো পরিস্থিতিতে থাকলে সে খেলবে।”
মায়ামির ম্যাচ শেষে মেসি রোববারই আর্জেন্টিনার স্কোয়াডে যোগ দেন। দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিতে মেসির প্রত্যাবর্তন দারুণ প্রত্যাশার জন্ম দেওয়ার পাশাপাশি পরিবেশও বদলে দিয়েছে।’
পুয়ের্তো রিকোর বিপক্ষে মায়ামির চেজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায়। এই ম্যাচে মেসির ফেরা ছাড়াও, শুরুর একাদশে আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে।
বাংলাফ্লো/এফআইআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0