মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ভক্তদের জন্য রণবীরের বার্থডে ট্রিট, জন্মদিনে এলো ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক

জন্মদিনের এই বিশেষ ‘রিটার্ন গিফট’-এ উচ্ছ্বসিত তাঁর অগণিত অনুরাগী। সামাজিক মাধ্যম এখন রণবীরের জন্মদিন এবং ‘ধুরন্ধর’-এর প্রথম লুক— এই দুইয়ের উদযাপনে মুখর। ভক্তরা বলছেন, এটাই জন্মদিনের সেরা উপহার।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: শনিবার (৫ জুলাই) ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে ফেলে এবং প্রোফাইল ছবি কালো করে দিয়ে যে রহস্যের জন্ম দিয়েছিলেন বলিউড তারকা রণবীর সিং, রবিবার (৬ জুলাই) নিজের ৪০তম জন্মদিনে তার অবসান ঘটালেন তিনি। সব জল্পনা-কল্পনাকে সত্যি প্রমাণ করে, জন্মদিনের সকালে তিনি ভক্তদের জন্য উপহার হিসেবে প্রকাশ করলেন তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর’-এর প্রথম লুক।

জন্মদিনের সেরা চমক: রণবীর সিং বরাবরই তাঁর অভিনব প্রচার কৌশলের জন্য পরিচিত। এবার নিজের ৪০তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তিনি এক নতুন মাস্টারস্ট্রোক দিলেন। জন্মদিনের ঠিক আগের দিন ইনস্টাগ্রাম খালি করে দিয়ে তিনি যে তুমুল আগ্রহ তৈরি করেছিলেন, রবিবার সকালে ‘ধুরন্ধর’ সিনেমার প্রথম লুক প্রকাশ করে তার ষোলকলা পূর্ণ করলেন। জন্মদিনের এই বিশেষ ‘রিটার্ন গিফট’-এ উচ্ছ্বসিত তাঁর অগণিত অনুরাগী। সামাজিক মাধ্যম এখন রণবীরের জন্মদিন এবং ‘ধুরন্ধর’-এর প্রথম লুক— এই দুইয়ের উদযাপনে মুখর। ভক্তরা বলছেন, এটাই জন্মদিনের সেরা উপহার।

বিধ্বংসী লুকে রণবীর, ধুন্ধুমার অ্যাকশনের ইঙ্গিত: ‘ধুরন্ধর’-এর সদ্য মুক্তি পাওয়া ফার্স্ট লুকে রণবীরকে দেখা গেছে সম্পূর্ণ এক নতুন, আগ্রাসী এবং বিধ্বংসী অবতারে। তাঁর তীক্ষ্ণ চাহনি এবং অ্যাকশন-প্যাকড আবহ জানান দিচ্ছে, এটি একটি হাই-ভোল্টেজ অ্যাকশন সিনেমা হতে চলেছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, পরিচালক আদিত্য ধর রণবীরের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ পরিকল্পনাটি করেছিলেন।

কিছুদিন আগেই এই সিনেমার ঘোষণা করা হয়েছিল। এতে রণবীর সিং ছাড়াও অভিনয় করছেন অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত ও অক্ষয় খান্নার মতো বড় তারকারা। এমন শক্তিশালী তারকাদের সঙ্গে রণবীরের এই নতুন লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। এখন শুধু পুরো ট্রেইলার প্রকাশের অপেক্ষা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0